Blogroll

                            আউটসোর্সিং হেল্প ব্লগ এ আপনাকে স্বাগতম

আউটসোর্সিং ও ফ্রীলান্সিং কি?

Monday, September 22, 2014





আউটসোর্সিং ফ্রীলান্সিং শব্দ দুটি একইরকম মনে হলেও এদের মধ্যে বেশ কিছু  তপাৎ বিদ্ধমান আউটসোর্সিং বলতে আমরা বুঝি ঘরে বসে ইন্টারনেট এর মাধ্যমে কাজ করে আয় করা অপর দিকে ফ্রীলান্সিং হলো স্বাধীন ভাবে যে কোনো কাজ করা যেখানে থাকবে না কোন অফিসিয়াল ঝামেলা কিংবা চাপ এক কথায় নিজের ইচ্ছামত কাজ করাটাই হলো ফ্রীলান্সিং যেমন ব্যবসায় করা ইত্যাদি| আর যেহেতু internet কাজ করা নিজের স্বাধীনতার উপর নির্ভর করে, তাই আউটসোর্সিং ফ্রীলান্সিং শব্দ দুটিকে একই অর্থে বেবহার করা যায়

বর্তমান সময় আউটসোর্সিং অর্থ উপার্জনের খুবই জনপ্রিয় মাধ্যম হিসেবে কাজ করছে বিশেষ করে আমাদের মত স্বল্পউন্নত বা উন্নয়নশীল দেশের অর্থনৈতিক সমৃদ্ধুর জন্য আউটসোর্সিং খুবই গুরুত্বপুর ভুমিকা পালন করে আসছে বর্তমানে দেশের পুরুষদের পাশাপাশি নারীরাও আউটসোর্সিং এর সাথে জড়িত হচ্ছে শুনে ভালো লাগছে যে এখন Bangladesh Association of Software and Information Services(BASIS) নারীদেরকে আউটসোর্সিং স্বীকৃতি সরূপ পুরস্কার প্রদান করছে এটা সুধু একজন নারীর গৌরবই নয়, এটি বাংলাদেশ ফ্রীলান্সিং পরিবার এর গৌরব



লোভ হচ্চে তাই না? চলুন জেনে নিই ফ্রীলান্সিং যে যে সুবিধা পাবেন.....



  ফ্রীলান্সিং এর কিছু সুবিধা:

আউটসোর্সিং এর মাধ্যমে যে কেউ খুব কম সময় অনেক বেশি আয় করতে পারে যেটা অন্য কোনো পেশায় সম্ভব নয় কিভাবে সেটা দেখেন:
মনে করুন আপনি একজন আমেরিকান ক্লায়েন্ট এর কাজ করতেচেন আর এই কাজ এর জন্য সে আপনাকে $২০ দিবে. কিন্তু যখন আপনি এই $২০ কে টাকায় রূপান্তর করবেন তখন সেটা প্রায় ১৬০০ টাকার কাছাকাছি হয় যাবে.

. কাজের  সুবিধা:
এখানে আপনি আপনার ইচ্ছামত কাজ করার সুবিধা পাবেন আপনি যে কোনো জাগা থেকে যে কোনো সময় কাজ করতে পারবেন এজন্য ধরা বাধা কোনো সময় মেপে কাজ করতে হবে না. আপনি যেখানেই থাকুন না কেন আপনার সাথে ল্যাপটপ আর মডেম তা থাকলেই হলো মনের মত কাজ করার একটা প্লাটফর্ম পেয়ে যাবেন

. সময়ের স্বাধীনতা:
আউটসোর্সিং এমন একটা পেশা যেখানে আপনি আপনার স্বাধীনতা বজায় রেখে কাজ করতে পারবেন আপনার যখন ইচ্ছা হবে কাজ করবেন আর যখন ইচ্ছা হবে না তখন কাজ না করে বন্ধু দের সাতে আড্ডা দিন কেউ আপনাকে মানা করবে না
আমি বেক্তিগতভাবে কাজ করি রাত ১২ টা থেকে সকাল টা পর্যন্ত তারপর দুপুর ১২ টা পর্যন্ত পারিবারিক কাজ এবং রাত টা পর্যন্ত ঘুম এভাবে কাজ করতে সুবিধা হয় বলেই এভাবে কাজ করি  কোনদিন ইচ্ছা হলো আজ রাতে কাজ না করে অন্য সময়ে করব, তাতেও কেউ নিষেধ করবে না



আপনি কি কখনো  আপনার অফিস বস কে বলতে পারবেন আজ আমি সকালে অফিসে না গিয়ে সন্ধ্যায় যাব বা দুদিন অফিসে না গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেবো???

. স্থানের স্বাধীনতা:
এই ক্যারিয়ার আপনার অফিস হবে আপনার বাসায় মনে করুন  আপনি  কোন একটি  চাকরি করেন কিংবা অন্য কোন ব্যবসা করেন, বেড়াতে ইচ্ছা হলেই যেতে পারবেন না যদি চাকরি হয় তাহলে ছুটির জন্য Application করতে হবে আর অপেক্ষা ছাড়া তো উপায় নেই, অন্য দিকে ব্যবসা হলে প্রতিষ্ঠান ফেলে যেতে হবে কিন্তু ফরেন কান্ট্রি গুলুর দিকে দেখুন| তারা বছরের পর বছর দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে তারা যেখানে যায়  তাদের  অফিসও সেখানে তাদের মত ফ্যামিলি  তৈরি তো দূরের কথা, এমন কিছু স্বপ্ন দেখতেও দ্বিধা হবে! একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনার ল্যাপটপ আর একটা ছোট্ট ট্রাভেল ব্যাগই যথেষ্ট আপনাকে অফিসে যেতে হবে না, বরং অফিসই আপনার সাথে যাবে কাজের জন্য আর কতটা  স্বাধীনতা চান?






Read more ...

ফ্রীলান্সিং সম্পর্কে কিছু তথ্য

Sunday, September 21, 2014


বিশ্বে বর্তমানে প্রায় ১৮০ টি দেশের প্রায় ৯০ লাখ ফ্রীলান্সার এবং ৩০ লাখ ক্লায়েন্ট ফ্রীলান্সার মার্কেটপ্লেস বেবহার করছে এত প্রতিযোগিতার মধ্যেও বাংলাদেশ এর অবস্থান ৭ম আমরা যদি কাজের প্রতি মনোযোগ দেই  এবং ক্লায়েন্টদের  কাছে আরো বিশ্বস্ত হতে পারি তাহলে প্রথম তিনটি দেশর মধ্যে বাংলাদেশ এর নাম লেখা এখন মাত্র সময় এর বাপের


কাদের  জন্য ফ্রীলান্সিং:
এই পেশায় কোনো সার্টিফিকেট প্রয়োজন হয় না ছাত্র - ছাত্রী থেকে শুরু করে যে কোনো বয়স এর কেউ ইচ্ছা করলেই ফ্রীলান্সিং কাজ করতে পারেন শুধু প্রয়োজন হবে দক্ষতার যার যত বেশি কাজের দক্ষতা থাকবে সে তত বেশি সফলতা পাবে এটাই বাস্তবতা  তবে দক্ষতার পাশাপাশি দরকার হবে অনেক বেশি ধৈর্য আর মনোবল

কেউ চাইলেই নিজের কাজের পাশাপাশি বাড়তি কিছু টাকা ইনকাম করতে পারে ফ্রীলান্সিং এর মাধ্যমে যেমন ধরুন আপনি একজন ছাত্র আপনি চাইলেই পড়া-লেখার পাশাপাশি ফ্রীলান্সিং মার্কেটপ্লেস থেকে কিছু বাড়তি টাকা ইনকাম করতে পারেন একই ভাবে একজন গৃহিনী, অবসর প্রাপ্ত চাকুরিজীবি এমন যে কেউ ফ্রীলান্সিং কাজ করতে পারেন আবার ধরুন আপনি একজন চাকুরিজীবি, আপনিও চাইলে নিজের একটি স্বাধীন পেশা তৈরী করতে পারেন ফ্রীলান্সিং এর মাধ্যমে ধৈর্য  সহকারে  কাজ করুন সপলতা আসবেই ইনশাল্লাহ


নতুনদের জন্য কিছু কাজ:
আপনি যদি ফ্রীলান্সিং একজন নতুন মুখ হয় থাকেন তাহলে আপনার জন্য কিছু সহজ কাজ, যেগুলা খুব অল্পসময় শিখা যায় এবং খুভ ভালো টাকা ইনকাম করা যায় চাইলে যে কেউ এই কাজ গুলু শুরু করতে পারেন
  . এস. . :
  এটি খুব সহজ একটি কাজ এবং খুব অল্প সময় এর মধ্যে এই কোর্স টি করা যায় আর এর ভ্যালু অনেক যত দিন ওয়েবসাইট থাকবে তত দিন এস. . থাকবে|তাই এস. ই. ও হতে পারে আপনার প্রথম ফ্রীলান্সিং কাজ।

২. সোশ্যাল মিডিয়া মার্কেটিং অপটিমায়জেসান:
এটিও খুব সহজ একটি কাজ এবং কম এর ভালুও খুব বেশি সাধারণত সোশ্যাল মিডিয়া গুলুতে পেজ ক্রিয়েশন, পেজ মেনেজমেন্ট, পেজ লাইক বারানু ইত্যাদি কাজ থাকে এই কাটেগরিতে তাই বলা যায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং হতে পারে আপনার শুরু

. এডভার্টাইজিং:
শুরুতে আপনি এটিও করতে পারেন এটি হলো বিভিন্ন ক্লাসিফাইড সাইট এড পোস্ট করা  খুবই সহজ কাজ এবং ভালুও বেশি তাই শুরু করে দিন আজই

. ডাটা এন্ট্রি :
এটি মোটামুটি সবাই পারে  যাদের কাসে কম্পিউটার আসে তাদের মধ্যে এমন কেউ নাই যে ডাটা এন্ট্রি এর কাজ পারে না শুরু থেকে এটিও হতে পারে আপনার প্রথম কাজ 


এরকম আরো অনেক ধরনের কাজ আসে যেগুলা খুব সহজ এবং খুব অল্প সময়  করা যায়  এমন একটি বা একাধিক স্কিল নিয়ে কাজ শুরু করতে পারেন ধৈর্য সহকারে কাজের পিসনে লেগে থাকুন  সফলতা আসবেই ইনশাল্লাহ

আর কোন হেল্প লাগলে আমরা তো আছিJ

Read more ...