Blogroll

                            আউটসোর্সিং হেল্প ব্লগ এ আপনাকে স্বাগতম

যেভাবে কাজের জন্য বিড(bid) করবেন

Monday, September 22, 2014


বিড(bid) মানে কাজ এর জন্য Application করা Job..Application কে এক এক মার্কেটপ্লেস এক এক নাম বলা হয় তবে সাধারণত ফ্রীলান্সাররা একে বিড(bid) বলে থাকে আজ আপনাদেরকে বিড(bid) করার নিয়ম সম্পর্কে কিছু tips দিব | আশা করি আপনারা উপকৃত হবেন  আউটসোর্সিং কাজ করার জন্য অনকে মার্কেটপ্লেস আছে সেখান থেকে কিছু মার্কেটপ্লেস অধিকতর জনপ্রিয় তার মধ্যে , oDesk.com, freelancer.com, elancoe.com, fiverr.com, microworkers.com ইত্যাদি হলো বেশি জনপ্রিয় এই মার্কেটপ্লেস গুলো তে অনেক ক্যাটাগরি তে কাজ পাওয়া  যায় | মূলত টি কাটেগরির কাজ বেশি পাওয়া যায় |
যেমন:
1. Web Development,
2. Software Development,
3. Networking and Information System,
4. Design and Multimedia,
5. Sales and Marketing,
6. Customer Service,
7. Administrative Support,
8. Writing and Translation,
9. Business Service etc.

এই ক্যাটাগরি গুলোর মধ্যে আবার অনেক গুলো সাব-ক্যাটাগরি আছে. আপনাকে সাব-কাটেগরির মধ্যেই কাজ কাজ করতে হবে |

আগেই বলেছি আউটসোর্সিং জাগতে মূলত টি ক্যাটাগরি তে কাজ পাওয়া যে  যখন কোনো কাজ পোস্ট করা হয় তখন তা সংশ্লিষ্ট ক্যাটাগরি এবং সাব-ক্যাটাগরিতে দেখা যায় তখন ইউসার রা তাদের skill এবং experience অনুযায়ী কাজের জন্য বিড করতে পারে  তবে অবস্যই মনে রাখবেন যে কাজ এর জন্য বিড করবেন সেই কাজটি আপনি ১০০% পারবেন এমন নিশ্চিত হলেই বিড করবেন  কাজটি অবশ্যই আপনার প্রোফাইল এর সাথে মিল থাকতে হবে  ক্লায়েন্ট কাজের রেকুয়ার্মেন্ট হিসেবে যে স্কিল গুলো দিবে সেগুলা অবস্যই আপনার প্রোফাইল থাকতে হবে এবং আপনার প্রোফাইল ওভারভিউ অবশ্যই কাজ এর ডেসক্রিপশন এর সাথে মিল থাকতে হবে  অন্যথা আপনার bid hide হয় থাকবে  Job Application লিস্ট আপনার bid  show করবে না  এমনকি আপনার প্রোফাইল Suspend হতে পারে  অতএব এই বেপারে একটু বেশি সাবধান হতে হবে

এক এক Marketplace বিড করার নিয়ম এক এক রকম. তবে এদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই. সামান্য পার্থক্য আছে সেটা দেখলেই বুঝবেন  তাতেও না পারলে আমরা তো আছি  আমাদের সাথে থাকুন

বিড করার জন্য প্রথমে যে কোনো একটি ক্যাটাগরি তে যেতে হবে সেখান থেকে যে কোনো একটি কাজ সিলেক্ট করুন কাজ এর Title Click করলেই কাজ এর বিস্তারিত Description  পেজ দেখাবে  সেখান থেকে কাজটির Payment, Delivery Date, কি কাজ করতে হবে এবং অন্য কোনো Requirements থাকলে সেটাও দেখতে পারবেন  এবার আপনার কাজ হলো জব Description টা ভালো করে পড়বেন কাজটা তে আপনি কি কি করতে হবে বিস্তারিত জব Description পাওয়া যাবে ভালোভাবে বুজে নিন কি করতে হবে আপনাকে  তারপর যদি মনে হয় যে আপনি কাজ  টি পারবেন তাহলেই কাজটির জন্য বিড করার চিন্তা করবেন
এবার ওই পেজ দেখুন বিড করার জন্য কোনো অপসন যদি জব Application  লেখার জন্য কোনো বাক্স না থাকে তাহলে দেখুন কোনো অপসন  যেমন "Apply to this job" অথবা "Bid for this job" এমন কোনো লিংক আছে কিনা  এবং সেই লিংক ক্লিক করতে হবে  তারপর জব Application ফর্ম এর দিকে লক্ষ্য করুন



Job Application ফর্ম এর গুরুত্বপূর্ণ বিষয়:
Job Application form অনেক Critical বিষয় থাকে  সেগুলো সতর্কতার সাথে পূরণ করতে হবে কোনভাবেই যেন ভুল না হয়  ভুল হলেই কাজ পাওয়ার সম্ভাবনা % হয় হবে আসুন জেনে নিই কি কি বিষয় পূরণ করতে হবে:

. Cover Letter:
Application লেখার জন্য যে বাক্স তা পাবেন তাকে এক এক Marketplace এক এক Title দেখা যায় যেমন Cover Letter ইত্যাদি এবার সুন্দর করে Cover Letter/Application আপনার skill গুলা ভালোভাবে অলোচনা করুনমনে রাখবেন, Cover Letter টি এমনভাবে লিখতে হবে যেন ক্লায়েন্ট আপনার লেটার টি পরে আপনার Skill সম্পর্কে সম্পূর্ণভাবে জানতে পারে
Cover Letter আপনার skill এবং ওই কাজ টির জন্য আপনি কি কি করতে পারবেন এবং ক্লায়েন্ট কে কেমন service দিতে পারবেন সেটা high-light করে লিখতে হবে আপনি সংশ্লিষ্ট job এর বেপারে কতটুকু এক্সপার্ট সেটাও ভালোভাবে high-light করে লিখতে হবে লিখতে হবে |
Cover Letter লেখা শুরু করতে হবে সম্বোধন সূচক কোনো Word দিয়ে যেমন- Dear Hiring Manager, Hello Sir, Dear Sir ইত্যাদি আবার Application শেষ করতে হবে Regards বা Thank You দিয়ে
Cover Letter কখনো Copy-Paste করবেন না সম্পূর্ণ নিজের থেকে লিখে সাজাতে হবে এমন কিছু লিখবেন না যেটা আপনি করতে পারবেন না অর্থাৎ যা কিছু লিখবেন ১০০% clearly লিখবেন

. Payment Terms:
টাকার পরিমান লিখার জন্য আলাদা একটি box থাকবে কাজটি hourly  হলে Per Hour আপনাকে কত $ Pay  করতে হবে তা বসাবেন আর Fixed Price Job হলে কাজটি সম্পূর্নভাবে শেষ করতে আপনাকে  কত Pay করতে হবে সেটা বসাবেন তবে কোনভাবেই যেন টাকার Amount টা Client   কর্তিক নির্ধারিত পরিমান এর বেশি না হয়

. Delivery Date:

Fixed Price Job হলেকাজটি শেষ করার একটাTime নির্ধারণ করে দিতে হবে অর্থাৎকাজটি শেষ করতে আপনারকত দিন Time লাগবে সেটাই বসাতেহবে এই Box

No comments:

Post a Comment