অনেকেই বলে ফোরাম ID ব্যান্ড হয় গেছে, রিপ্লাই approve করে না এমন আরো আরো অনেক অভিযোগ তাই যারা এস. ই. ও এর কাজ করেন তাদের জন্য আজ এই পোস্ট টা নিয়ে এলাম। আর যারা আউটসোর্সিং জানেন না তারা ১০০ হাত দুরে থাকুন।
যারা এস. ই. ও এর কাজ করেন তারা জানেন যে ফোরাম বেকলিংক
এস. ই. ও এর জন্য কতটুকু গুরুত্বপূর্ণ।
একটি ওয়েবসাইট
কে টপ এ আনার জন্য ফোরাম বেকলিংক এর গুরুত্ব বলে শেষ করা যাবে না। তাই আপনাদের জন্য আজ ফোরাম পোস্ট এবং ফোরাম থ্রেড রিপ্লাই দেওয়ার কিছু প্রয়োজনীয় রুলস নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা যারা এস. ই. ও টি নতুন তাদের জন্য পোস্ট টি সহায়ক হবে।
ফোরাম বেকলিংক পাবার ২ টি উপায় হলো thread reply এবং thread posting. আর এই কাজ গুলো করার জন্য কিছু রুলস মেনে চলতে হয়। রুলস মেনে না চললে আপনার একাউন্ট ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা ১০০% . জেনে রাখা ভালো যে ফোরাম গুলোর রুলস সবচাইতে কঠিন হয় এবং আপনাকে তাদের রুলস গুলো মেনে চলতেই হবে।
এবার জেনে নিই সকল ফোরাম এর কিছু কমন রুলস।
১।
ফোরাম এ ID খোলার পর পর ই লিংক সহ পোস্ট দিবেন না। প্রথম কয়েকদিন লিংক ছাড়া পোস্ট reply দিতে হবে।
২।
১৫-২০ টা রিপ্লাই
দেওয়ার পর লিংক আড্ড করবেন । তার আগে না।
৩। Signature আড্ড করার ক্ষেত্রে ও একই নিয়ম প্রযোয্য।
৪। প্রত্যেকটি রেপ্লি এ ১ টির বেশি লিংক আড্ড না করাই ভালো।
থ্রেড রিপ্লাই এ
অপ্রাসঙ্গিক কিছু লিখা যাবে না। তাহলে একাউন্ট ব্যান্ড করে দিবে।
৫। আপনার লিংক রিলেটেড না এমন কোনো থ্রেড রিপ্লাই দেওয়া যাবে না।
৬। থ্রেড এ এমন কিছু লিখবেন না যেটা অন্য কোনো মেম্বার এর সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে।
৭। রিপ্লাই এ খারাপ মন্তব্য করবেন না বা অন্য কোনো মেম্বার এর রেপ্লি
নিয়ে খারাপ কিছু লিখবেন না।
৮। ফোরাম রেপ্লি এ কোনো রকম advertising করবেন না। এমন ভাবে বেকলিংক দিবেন যাতে ফোরাম মডারেটররা
বুঝতে না পারে যে আপনি কোনো একটা ওয়েবসাইট এর advertising করতেছেন।
৯। ফোরাম রিপ্লাই এ কোনো affiliate লিংক বেবহার করবেন না।
১০। Useful এবং Helpful রিপ্লাই দিবেন।
আজে বাজে যা ইচ্ছে তাই লিখে রিপ্লাই
দিবেন না। তাতে আপনার একাউন্ট ব্যান্ড করে দিবে।
১১। ফোরাম
রিপ্লাই
দেওয়ার
সময় "proper use of grammar and
spelling" কথা টি মনে রাখবেন।
১২। No adult material please. ফোরাম এ অ্যাডাল্ট কিছু লিখবেন না
এই রুলস গুলো সাধারণত সব ফোরাম এ থাকে। যথা সম্ভব চেষ্টা করেছি সব রুলস দেওয়ার।
তবে আর বাহিরেও কিছু রুলস থাকতে পারে।
কোনো ফোরাম এ একাউন্ট খোলার সাথে সাথেই তাদের রুলস গুলো একবার হলেও পড়ে নিতে ভুলবেন না। তবে উপরের রুলস গুলো ভালো করে মনে রাখলেই হবে। এই রুলস গুলো মেনে ফোরাম বেবহার
করলেই কোনো সমসসা হওয়ার কথা না। আর কোনো সমস্যা হলে কমেন্ট এ জানাবেন।
ধন্যবাদ
সবাইকে।
Thanks for this valuable post
ReplyDeleteVery Helpful & Important Tip . Thanks For Share With Us.
ReplyDeleteThanks for sharing this rules.
ReplyDeletehttp://allgolpokobita.wordpress.com