Blogroll

                            আউটসোর্সিং হেল্প ব্লগ এ আপনাকে স্বাগতম

Showing posts with label ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেচ. Show all posts
Showing posts with label ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেচ. Show all posts

কাজের সন্ধানে একধাপ এগিয়ে যান আমার সাথে

Friday, November 21, 2014


অনেকে বলে আউটসোর্সিং Course করে কাজ পাচ্ছেন না বা ভালো পেমেন্ট এর কাজ পাচ্ছেন না। তাদের কে বলব একটু ধৈর্য ধরে লেগে থাকুন।  কাজ অবশ্যই পাবেন। মার্কেটপ্লেস গুলোতে কাজের অভাব নেই।  হাজার হাজার কাজ অপেক্ষা করতেছে আপনার জন্য। কিন্তু আপনিই নেই। এমন হলে কাজ পাবেন কিভাবে বলুন?

অনেকে আবার অনলাইন এ আশা অফ করে দেন। কি করবেন আর, কাজ যদি না পাওয়া যায় তাহলে অনলাইন এ বসে থেকে কি লাভ?

আজ আপনাদের জন্য কিছু ক্যাটাগরি এর কাজ নিয়ে কথা বলব, যেগুলোর প্রচুর কাজ পাওয়া যায় এবং তুলনামূলক সহজ।

তো আর দেরি কেন, চলুন সুরু করা যাক আজকের আলোচনা

১. প্রথমে বলব সোশ্যাল মিডিয়া এর কথা। যেমন facebook, twitter, google plus etc. সোশ্যাল মিডিয়া এর অনেক কাজ পাওয়া যায়।  যেমন পেজ ক্রিয়েশন এন্ড ম্যানেজমেন্ট, গ্রুপ ম্যানেজমেন্ট, ফেইসবুক পেইড add ক্যাম্পেইন etc.
এসব কাজ খুব সহজ। আপনি অবস্যই পারবেন।  মনে রাখবেন, আপনাকে  ফেইসবুক use করা কেউ শিখায় নাই। আর সোশ্যাল মিডিয়ার কাজ গুলো ও কেউ শিখাতে হবে না আশা করি। একটু ঘাটাঘাটি করলেই পারবেন।

২. ফটোশপ এর কিছু কাজ আছে যেগুলা যে কেউ ইচ্ছা করলেই করতে পারে। যেমন কার্ড ডিসাইন, সিম্পল ফটো এডিটিং ইত্যাদি। এসব কাজ একধম সহজ।  একটু প্রাকটিস করলে আপনিও পারবেন। সুধু প্রয়োজন একটু প্রাকটিস। প্রাকটিস এর জন্য কিছু না পেলে youtube এ সার্চ দেন। চোখের পলকে হাজার  হাজার টিউটোরিয়াল আপনার সামনে হাজির হয় যাবে। এখন সুধু আপনার পালা। দেখে দেখে প্রাকটিস করেন ৪-৫ দিন। বেস হয়ে যাবেন এক্সপার্ট। হুরেই......

৩. একটু কষ্ট করলে হয়ত বেনার ডিসাইন ও করে পেলতে পারবেন। সময় বেশি দিন লাগবে না। সময় নিয়ে ১ সপ্তাহ একটু ভালো করে দেখুন। আশা করি হয়ে যাবে। তার সাতে ফটোশপ এর আরো কিছু খুটি নাটি কাজ ও আছে। একটু দেখলেই পারবেন।



৪. রিসার্চ এবং ডাটা এন্ট্রি। এই কাজ গুলোর কথা কাউকে বলতে হয় না। যদিও এগুলো আউটসোর্সিং কুর্স এর বিষয় না। তবুও এই কাতেগরী এর অনেক কাজ পাওয়া যায় মার্ক্তপ্লাস এ। এবং যারা কম্পিউটার বেবহার করতে জানেন তারা সবাই এই কাজ গুলো পারেন। যদিও কাজ গুলোর পেমেন্ট কম হয় থাকে, তবুও বেশ ভালো টাকা আয় করা যায় এগুলোর মাধ্যমে।

৫. ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর কথা সবাই জানেনে। যারা SEO তে কাজ করেন তারা এই বেপার টা একটু বেশি জানেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর কাজ তেমন কঠিন হয় না। এই ধরুন ক্লায়েন্ট এর মেইল হ্যান্ডলিং, এপয়েন্টমেন্ট সেটিং এর মত সহজ কাজ। একটু চেস্টা করে দেখুন।



=============================================================
আশা করি পোস্ট টি আপনার কাজে লাগবে। আপনার জন্যই তো এত কষ্ট করে লিখলাম। ভালো থাকবেন সবাই। কথা হবে অন্য কোনো টপিকস নিয়ে, অন্য কোনো পোস্ট এ। 

ধন্যবাদ সবাইকে।  
=============================================================
Read more ...

কাজ করার উপযুক্ত ৫ টি সেরা মার্কেটপ্লেস

Monday, September 22, 2014


ফ্রীলান্সিং এন্ড আউটসোর্সিং কাজ কাজ করার জন্য অনেক মার্কেটপ্লেস আছে  যেখানে খুব সহজেই কাজ করা যায় এবং payment এর কোনো ভয় থাকে না  তবে এদের মধ্যে কয়েকটি জনপ্রিয় মার্কেটপ্লেস সম্পর্কে আজ আপনাদেরকে বিস্তারিত বলব  আশা করছি নতুন ফ্রীলান্সাররা উপকৃত হবেন

. Freelancer.com:
এখন পর্যন্ত সবচাইতে বড়  মার্কেটপ্লেস হচ্ছে freelancing.com. দেখা গেছে ফ্রীলান্সার সবসময় প্রায় ৭০-৮০  হাজার জব open থাকে এত বড় একটা মার্কেটপ্লেস কাজ করার মজাই আলাদা এখানে কাজ পেতে অনেক সহজ  কাজ এর value এবং payment বেশি  তবে Freelancer user দের জন্য কিছু extra সুযোগ থাকে  সেগুলো উপভোগ করতে হলে আপনাকে monthly  অথবা yearly payment দিয়ে তাদের paid member হতে হবে
সবমিলিয়ে freelancer.com ফ্রীলান্সিং এন্ড আউটসোর্সিং কাজ করার জন্য অনেক ভালো একটি মার্কেটপ্লেস |




. oDesk.com:
ফ্রীলান্সিং মার্কেটপ্লেস ২য় স্থান আছে odesk.com. বহুল জনপ্রিয় এই মার্কেটপ্লেসটি freelancer দেরকে অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে  এখানে freelancer.com এর মত paid membership নেই  সব freelancer / member তাদের কাছে সমান মূল্যবান
কাজ এর জন্য তুলনামূলক বেশি bid করা যায় এবং কাজ পাবার সম্ভাবনা অনেক বেশি এছাড়া এখান থেকে  পেমেন্ট উত্তোলন করা অনেক সহজ দ্রুত উত্তোলন করা যায় সাধারণত local bank   payment উত্তোলন করতে ওরা সময় নেয় মাত্র ১২-২০ ঘন্টা



 . Elance.com:
কাজ করার জন্য অনেক জনপ্রিয় একটি মার্কেটপ্লেস হচ্চে elance.com. এখানে user / member তুলনামূলক কম এবং কাজ বেশি পোস্ট করা হয় সবসময় প্রায়  ২৫-৩০ হাজার কাজ ওপেন থাকে elance কাজ এর জন্য bid কম পরার কারণে অন্যান্য মার্কেটপ্লেস থেকে এখানে কাজ পাওয়া অনেক সহজ এবং পেমেন্টও অনেক বেশি হয়ে  থাকে    তবে Elance এও freelancing.com এর মত paid membership এর বেবস্থা আছে  আপনি চাইলে paid membership upgrade করে বাড়তি সুযোগ পেতে পারেন


. Fiverr.com:
এটি তেমন বড় মার্কেট না হলেও কাজ করার জন্য অত্যন্ত উপযুক্ত একটি মার্কেটপ্লেস  এখানে সব ধরনের কাজ এর পেমেন্ট $5 . এর চাইতে কম বা বেশি পেমেন্ট কাজ করা যে না  কাজ এর value কম বা বেশি হতে পারে  কিন্তু প্রতিটি কাজের জন্য payment হবে $5. এখানে কোন job পোস্ট করা হয় না আপনি কি কি কাজ পারেন সেটার একটু বিবরণ প্রোফাইল set করে দিবেন  buyer আপনার প্রোফাইল দেখে আপনাকে কাজের জন্য message দিবে



. Microworkers.com:
যারা অনলাইনে কোনো কাজ পারেন না তাদের  জন্যই microworkers.com. এখানে খুব সাধারণ সহজ কাজ পোস্ট করা হয়  যে কেউ ইচ্ছা করলেই কাজ গুলো করতে পারে কাজ গুলো করতে সাধারণত - মিনিট লাগে এখানের কাজের পেমেন্ট খুব বেশি না হলেও মাস শেষে বেশ কিছু টাকা ইনকাম করা যায়
কাজ এর জন্য application / bid  করতে হয় না  শুধু  কাজ করে করে জমা দিতে হয় তারপর buyer আপনার কাজ review করে পেমেন্ট দিবে


উল্লিখিত মার্কেটপ্লেস গুলোতে কাজ করলে পেমেন্ট নিয়ে কোনো চিন্তা করতে হবে না  এই Place  গুলোতে paymet এর গেরান্টি আছে  কেউ কাজ করে প্রতারিত হবেন না  তবে একটা বিষয় মনে রাখতে হয় যে কাজ করার আগে অবশ্যই buyer এর payment method “verified” কিনা তা দেখে নিবেন তাহলেই আর প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না


এছাড়া আরো অনেক Marketplace আছে যেগুলা কাজ করার জন্য খুবই উপযুক্ত সেগুলো আরেকটি পোস্ট বিস্তারিত লিখব

-----------------------------------------------------------------------------------------------------------

এই পোস্ট টি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট জানাবেন  আমি যথা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে...


-----------------------------------------------------------------------------------------------------------
Read more ...

কয়েকটি জনপ্রিয় মার্কেটপ্লেস...

Monday, September 22, 2014




সবাই কেমন আসেন? আশা করি আমার আগের পোস্ট গুলো পড়ে আপনারা উপকৃত হয়েছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটি গুরুত্বপূর্ণ পোস্ট। আমরা অনেকে ফ্রীলান্সিং এ কাজ করতে চাই।  মোটামুটি কম বেশি কাজও পারি এবং কিছু দক্ষতা ও আছে।  কিন্তু কোথায় কাজ করব, কোথায় কাজ করলে পেমেন্ট নিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে না সেটাই রীতিমত ভাবিয়ে তলে সবাইকে। যতটুকু দক্ষতা আছে শেষ পর্যন্ত সেটাও হারাতে বসতে হয়।  তবে আর ভাবতে হবে না।  আপনাদেরকে আজ এর একটি সমাধান আমি দিব। শুধু অনুরোধ থাকবে পোস্ট টি মনোযোগ দিয়ে পরবেন।

আমি মাঝে মাঝে শুনি অনলাইন এ কাজ করতে নাকি টাকা  দিয়ে Account খুলতে হয়, investment করতে হয় ইত্যাদি আরো অনেক কিছু। কিন্তু অনেকেই হয়ত জানেন না যে অনলাইন এ কাজ করতে কোনো সাইট এ টাকা দিয়ে Account খুলতে হয় না। যারা টাকা দিয়ে Account খুলে কাজ করার জন্য কিছুদিন পর শোনা যে সবাই প্রতারিত হয়েছেন এবং সাধারণতই তাদের মনে আউটসোর্সিং/ফ্রীলান্সিং এর বেপারে একটা negative ধারণা চলে আশে।

আবার মাঝে মাঝে facebook এ কিছু পোস্ট দেখা যায় যেখানে লিখা থাকে... "খুব কম সময়ে বেশি টাকা ইনকাম করুন। মাত্র ৫-১০ মিনিট এ ৫০০-১০০০ টাকা ইনকাম করা যায়। আমি প্রথমে বিশ্বাস করি নি। কিন্তু একটু আগে আমি ৫০০ টাকা ইনকাম করলাম। আপনিও করতে পারেন। আর দেরি না করে এখনি নিচের লিংক এ যান"
এমন কিছু পোস্ট মাঝে মধ্যে দেখা যায়। কেউ ভুলেও কখনো এই ধরনের লিংক এ ক্লিক করবেন না।



আউটসোর্সিং বা অনলাইন এ কাজ করার আগে অবশ্যই কয়েকটি বিষয় জানা জরুরি। চিলুন জেনে নিই বিষয়গুলি:
১. অনলাইন এ কাজ করতে কোনো টাকা ইনভেস্ট করতে হয় না।
২. টাকা দিয়ে Account খুলতে হয় না। যদি কেউ টাকা দিয়ে একাউন্ট খুলতে বলে তাহলে তার কোথায় কান দিবেন না।
৩. Facebook কিংবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে   কোন রকম ভুয়া link এ ক্লিক করবেন না।
৪. কাজের জন্য bid পূর্বে অবস্যই ক্লায়েন্ট এর payment method verified কিনা তা নিশ্চিত হবেন।
৫. কাজ hire / award করার পূর্বে  কোন কজ করবেন না। তবে ক্লায়েন্ট যদি বলে তাহলে কাজের ২/১ তা সেম্পল দিতে পারেন।

এই বিসয় গুলো মনে রাখলেই অনলাইন এ প্রতারণার হাত থেকে বাঁচা যায়। এর সাথে সাথে কাজ করার সময় একটু Technique বেবহার  করবেন।


মার্কেটপ্লেস নির্বাচন:

মার্কেটপ্লেস হচ্ছে যেখানে ফ্রীলান্সিং কাজ পাওয়া যায়।  অর্থাৎ এমন একটি জায়গা যেখানে কাজ পোস্ট করা হয় এবং ফ্রীলান্সাররা কাজের জন্য apply করে। যারা কাজ post  করে তাদের কে বলে client / buyer আর যারা কাজ করে তাদেরকে coder / freelancer. আর client এবং freelancer এর মধ্যে যে মধ্যস্থতা করে তাকেই বলে marketplace.
চলুন জেনে নেওয়া যাক কিছু জন প্রিয় marketplace এর address:


১. odesk.com

২. Freelancer.com.bd

৩. Elance.com

৪. Fiverr.com

৫. Microworkers.com 

৬. Bestoutsourcingjobs.com

৭. Guru.com

৮. 99designs.com

৯. Agentsolo.com

১০. allfreelancework.com

১১. contractedwork.com

১২. GetAFreelancer.com

১৩. freelancers.net

১৪. Freelancewriting.com

১৫. Freelance.com

১৬. Hiretheworld.com

১৭. Ifreelance.com

১৮. Jobbi.com

১৯. Solutioninn.com

২০. vWorker.com


উল্লেখিত ফ্রীলান্সিং মার্কেটপ্লেস গুলোতে যে কেউ কাজ করতে পারেন। পেমেন্ট নিয়ে কোনো চিন্তা করতে হবে না।  তবে উপরে উল্লেখিত ৫ টি কথা অবশ্যই মনে রাখবেন।

সবাই ভালো থাকবেন।  দেখা হবে অন্য দিন অন্য কোনো topics নিয়ে।


----------------------------------------------------------------



Read more ...

ফ্রীলান্সিং সম্পর্কে কিছু তথ্য

Sunday, September 21, 2014


বিশ্বে বর্তমানে প্রায় ১৮০ টি দেশের প্রায় ৯০ লাখ ফ্রীলান্সার এবং ৩০ লাখ ক্লায়েন্ট ফ্রীলান্সার মার্কেটপ্লেস বেবহার করছে এত প্রতিযোগিতার মধ্যেও বাংলাদেশ এর অবস্থান ৭ম আমরা যদি কাজের প্রতি মনোযোগ দেই  এবং ক্লায়েন্টদের  কাছে আরো বিশ্বস্ত হতে পারি তাহলে প্রথম তিনটি দেশর মধ্যে বাংলাদেশ এর নাম লেখা এখন মাত্র সময় এর বাপের


কাদের  জন্য ফ্রীলান্সিং:
এই পেশায় কোনো সার্টিফিকেট প্রয়োজন হয় না ছাত্র - ছাত্রী থেকে শুরু করে যে কোনো বয়স এর কেউ ইচ্ছা করলেই ফ্রীলান্সিং কাজ করতে পারেন শুধু প্রয়োজন হবে দক্ষতার যার যত বেশি কাজের দক্ষতা থাকবে সে তত বেশি সফলতা পাবে এটাই বাস্তবতা  তবে দক্ষতার পাশাপাশি দরকার হবে অনেক বেশি ধৈর্য আর মনোবল

কেউ চাইলেই নিজের কাজের পাশাপাশি বাড়তি কিছু টাকা ইনকাম করতে পারে ফ্রীলান্সিং এর মাধ্যমে যেমন ধরুন আপনি একজন ছাত্র আপনি চাইলেই পড়া-লেখার পাশাপাশি ফ্রীলান্সিং মার্কেটপ্লেস থেকে কিছু বাড়তি টাকা ইনকাম করতে পারেন একই ভাবে একজন গৃহিনী, অবসর প্রাপ্ত চাকুরিজীবি এমন যে কেউ ফ্রীলান্সিং কাজ করতে পারেন আবার ধরুন আপনি একজন চাকুরিজীবি, আপনিও চাইলে নিজের একটি স্বাধীন পেশা তৈরী করতে পারেন ফ্রীলান্সিং এর মাধ্যমে ধৈর্য  সহকারে  কাজ করুন সপলতা আসবেই ইনশাল্লাহ


নতুনদের জন্য কিছু কাজ:
আপনি যদি ফ্রীলান্সিং একজন নতুন মুখ হয় থাকেন তাহলে আপনার জন্য কিছু সহজ কাজ, যেগুলা খুব অল্পসময় শিখা যায় এবং খুভ ভালো টাকা ইনকাম করা যায় চাইলে যে কেউ এই কাজ গুলু শুরু করতে পারেন
  . এস. . :
  এটি খুব সহজ একটি কাজ এবং খুব অল্প সময় এর মধ্যে এই কোর্স টি করা যায় আর এর ভ্যালু অনেক যত দিন ওয়েবসাইট থাকবে তত দিন এস. . থাকবে|তাই এস. ই. ও হতে পারে আপনার প্রথম ফ্রীলান্সিং কাজ।

২. সোশ্যাল মিডিয়া মার্কেটিং অপটিমায়জেসান:
এটিও খুব সহজ একটি কাজ এবং কম এর ভালুও খুব বেশি সাধারণত সোশ্যাল মিডিয়া গুলুতে পেজ ক্রিয়েশন, পেজ মেনেজমেন্ট, পেজ লাইক বারানু ইত্যাদি কাজ থাকে এই কাটেগরিতে তাই বলা যায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং হতে পারে আপনার শুরু

. এডভার্টাইজিং:
শুরুতে আপনি এটিও করতে পারেন এটি হলো বিভিন্ন ক্লাসিফাইড সাইট এড পোস্ট করা  খুবই সহজ কাজ এবং ভালুও বেশি তাই শুরু করে দিন আজই

. ডাটা এন্ট্রি :
এটি মোটামুটি সবাই পারে  যাদের কাসে কম্পিউটার আসে তাদের মধ্যে এমন কেউ নাই যে ডাটা এন্ট্রি এর কাজ পারে না শুরু থেকে এটিও হতে পারে আপনার প্রথম কাজ 


এরকম আরো অনেক ধরনের কাজ আসে যেগুলা খুব সহজ এবং খুব অল্প সময়  করা যায়  এমন একটি বা একাধিক স্কিল নিয়ে কাজ শুরু করতে পারেন ধৈর্য সহকারে কাজের পিসনে লেগে থাকুন  সফলতা আসবেই ইনশাল্লাহ

আর কোন হেল্প লাগলে আমরা তো আছিJ

Read more ...