ফ্রীলান্সিং এন্ড আউটসোর্সিং এ কাজ কাজ করার জন্য অনেক মার্কেটপ্লেস আছে। যেখানে খুব সহজেই কাজ করা যায় এবং payment এর ও কোনো ভয় থাকে না। তবে এদের মধ্যে কয়েকটি জনপ্রিয় মার্কেটপ্লেস সম্পর্কে আজ আপনাদেরকে বিস্তারিত বলব। আশা করছি নতুন ফ্রীলান্সাররা উপকৃত হবেন।
১. Freelancer.com:
এখন পর্যন্ত সবচাইতে বড় মার্কেটপ্লেস হচ্ছে freelancing.com. দেখা গেছে ফ্রীলান্সার এ সবসময় প্রায় ৭০-৮০ হাজার জব open থাকে। এত বড় একটা মার্কেটপ্লেস এ কাজ করার মজাই আলাদা। এখানে কাজ পেতে অনেক সহজ। কাজ এর value এবং payment ও বেশি। তবে Freelancer এ user
দের জন্য কিছু extra সুযোগ থাকে। সেগুলো উপভোগ করতে হলে আপনাকে monthly অথবা yearly payment দিয়ে তাদের paid member হতে হবে।
সবমিলিয়ে freelancer.com ফ্রীলান্সিং এন্ড আউটসোর্সিং এ কাজ করার জন্য অনেক ভালো একটি মার্কেটপ্লেস |
২. oDesk.com:
ফ্রীলান্সিং মার্কেটপ্লেস এ ২য় স্থান এ আছে odesk.com. বহুল জনপ্রিয় এই মার্কেটপ্লেসটি freelancer দেরকে অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে। এখানে freelancer.com এর মত paid membership নেই। সব
freelancer / member তাদের কাছে সমান মূল্যবান।
কাজ এর জন্য তুলনামূলক বেশি bid করা যায় এবং কাজ পাবার সম্ভাবনা ও অনেক বেশি। এছাড়া এখান থেকে পেমেন্ট উত্তোলন করা অনেক সহজ ও দ্রুত উত্তোলন করা যায়। সাধারণত local bank এ payment উত্তোলন
করতে ওরা সময় নেয় মাত্র ১২-২০ ঘন্টা।
৩. Elance.com:
কাজ করার জন্য অনেক জনপ্রিয় একটি মার্কেটপ্লেস হচ্চে elance.com. এখানে user / member তুলনামূলক
কম এবং কাজ বেশি পোস্ট করা হয়। সবসময় প্রায় ২৫-৩০ হাজার কাজ ওপেন থাকে। elance এ কাজ এর জন্য bid কম পরার কারণে অন্যান্য মার্কেটপ্লেস থেকে এখানে কাজ পাওয়া অনেক সহজ এবং পেমেন্টও অনেক বেশি হয়ে থাকে। তবে
Elance এও freelancing.com এর মত paid membership এর বেবস্থা আছে। আপনি চাইলে paid membership এ
upgrade করে বাড়তি সুযোগ পেতে পারেন।
৪. Fiverr.com:
এটি তেমন বড় মার্কেট না হলেও কাজ করার জন্য অত্যন্ত উপযুক্ত একটি মার্কেটপ্লেস। এখানে সব ধরনের কাজ এর পেমেন্ট $5 . এর চাইতে কম বা বেশি পেমেন্ট এ কাজ করা যে না। কাজ এর value কম বা বেশি হতে পারে। কিন্তু প্রতিটি কাজের জন্য payment হবে $5. এখানে কোন job পোস্ট করা হয় না। আপনি কি কি কাজ পারেন সেটার একটু বিবরণ প্রোফাইল এ set করে দিবেন। buyer আপনার প্রোফাইল দেখে আপনাকে কাজের জন্য message দিবে।
৫. Microworkers.com:
যারা অনলাইনে কোনো কাজ পারেন না তাদের জন্যই microworkers.com. এখানে খুব সাধারণ ও সহজ কাজ পোস্ট করা হয়। যে কেউ ইচ্ছা করলেই কাজ গুলো করতে পারে। কাজ গুলো করতে সাধারণত ৫-৭ মিনিট লাগে। এখানের কাজের পেমেন্ট খুব বেশি না হলেও মাস শেষে বেশ কিছু টাকা ইনকাম করা যায়।
কাজ এর জন্য application / bid
করতে হয় না। শুধু কাজ করে করে জমা দিতে হয়। তারপর buyer আপনার কাজ review করে পেমেন্ট দিবে।
উল্লিখিত মার্কেটপ্লেস গুলোতে কাজ করলে পেমেন্ট নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এই Place গুলোতে paymet এর গেরান্টি আছে। কেউ কাজ করে প্রতারিত হবেন না। তবে একটা বিষয় মনে রাখতে হয় যে কাজ করার আগে অবশ্যই buyer এর payment method “verified” কিনা তা দেখে নিবেন। তাহলেই আর প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না।
এছাড়া
আরো অনেক Marketplace আছে যেগুলা কাজ
করার জন্য খুবই উপযুক্ত। সেগুলো
আরেকটি পোস্ট এ বিস্তারিত
লিখব।
-----------------------------------------------------------------------------------------------------------
এই পোস্ট টি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট এ জানাবেন। আমি যথা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে...
-----------------------------------------------------------------------------------------------------------
অনেক কিছু জানতে পারলাম । অনেক ভাল লাগল। এই রকম প্রয়োজনীয় এক্তা পোস্ট দেয়ার জন্য ধন্যবাদ। সময় থাকলে আমার list of online shopping sites সাইটে ঘুরে আস্তে পারেন।
ReplyDeleteধন্যবাদ। অনেক মূল্যবান কিছু তত্ত দেওয়ার জন্য।
ReplyDelete