সবাই কেমন আসেন? আশা করি আমার আগের পোস্ট গুলো পড়ে আপনারা উপকৃত হয়েছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটি গুরুত্বপূর্ণ পোস্ট। আমরা অনেকে ফ্রীলান্সিং এ কাজ করতে চাই। মোটামুটি কম বেশি কাজও পারি এবং কিছু দক্ষতা ও আছে। কিন্তু কোথায় কাজ করব, কোথায় কাজ করলে পেমেন্ট নিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে না সেটাই রীতিমত ভাবিয়ে তলে সবাইকে। যতটুকু দক্ষতা আছে শেষ পর্যন্ত সেটাও হারাতে বসতে হয়। তবে আর ভাবতে হবে না। আপনাদেরকে আজ এর একটি সমাধান আমি দিব। শুধু অনুরোধ থাকবে পোস্ট টি মনোযোগ দিয়ে পরবেন।
আমি মাঝে মাঝে শুনি অনলাইন এ কাজ করতে নাকি টাকা দিয়ে Account খুলতে হয়, investment করতে হয় ইত্যাদি আরো অনেক কিছু। কিন্তু অনেকেই হয়ত জানেন না যে অনলাইন এ কাজ করতে কোনো সাইট এ টাকা দিয়ে Account খুলতে হয় না। যারা টাকা দিয়ে Account খুলে কাজ করার জন্য কিছুদিন পর শোনা যে সবাই প্রতারিত হয়েছেন এবং সাধারণতই তাদের মনে আউটসোর্সিং/ফ্রীলান্সিং এর বেপারে একটা negative ধারণা চলে আশে।
আবার মাঝে মাঝে facebook এ কিছু পোস্ট দেখা যায় যেখানে লিখা থাকে... "খুব কম সময়ে বেশি টাকা ইনকাম করুন। মাত্র ৫-১০ মিনিট এ ৫০০-১০০০ টাকা ইনকাম করা যায়। আমি প্রথমে বিশ্বাস করি নি। কিন্তু একটু আগে আমি ৫০০ টাকা ইনকাম করলাম। আপনিও করতে পারেন। আর দেরি না করে এখনি নিচের লিংক এ যান"
এমন কিছু পোস্ট মাঝে মধ্যে দেখা যায়। কেউ ভুলেও কখনো এই ধরনের লিংক এ ক্লিক করবেন না।
আউটসোর্সিং বা অনলাইন এ কাজ করার আগে অবশ্যই কয়েকটি বিষয় জানা জরুরি। চিলুন জেনে নিই বিষয়গুলি:
১. অনলাইন এ কাজ করতে কোনো টাকা ইনভেস্ট করতে হয় না।
২. টাকা দিয়ে Account খুলতে হয় না। যদি কেউ টাকা দিয়ে একাউন্ট খুলতে বলে তাহলে তার কোথায় কান দিবেন না।
৩. Facebook কিংবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে কোন রকম ভুয়া link এ ক্লিক করবেন না।
৪. কাজের জন্য bid পূর্বে অবস্যই ক্লায়েন্ট এর payment method verified কিনা তা নিশ্চিত হবেন।
৫. কাজ hire / award করার পূর্বে কোন কজ করবেন না। তবে ক্লায়েন্ট যদি বলে তাহলে কাজের ২/১ তা সেম্পল দিতে পারেন।
এই বিসয় গুলো মনে রাখলেই অনলাইন এ প্রতারণার হাত থেকে বাঁচা যায়। এর সাথে সাথে কাজ করার সময় একটু Technique বেবহার করবেন।
মার্কেটপ্লেস নির্বাচন:
মার্কেটপ্লেস হচ্ছে যেখানে ফ্রীলান্সিং কাজ পাওয়া যায়। অর্থাৎ এমন একটি জায়গা যেখানে কাজ পোস্ট করা হয় এবং ফ্রীলান্সাররা কাজের জন্য apply করে। যারা কাজ post করে তাদের কে বলে client / buyer আর যারা কাজ করে তাদেরকে coder / freelancer. আর client এবং freelancer এর মধ্যে যে মধ্যস্থতা করে তাকেই বলে marketplace.চলুন জেনে নেওয়া যাক কিছু জন প্রিয় marketplace এর address:
১. odesk.com
২. Freelancer.com.bd
৩. Elance.com
৪. Fiverr.com
৫. Microworkers.com
৬. Bestoutsourcingjobs.com
৭. Guru.com
৮. 99designs.com
৯. Agentsolo.com
১০. allfreelancework.com
১১. contractedwork.com
১২. GetAFreelancer.com
১৩. freelancers.net
১৪. Freelancewriting.com
১৫. Freelance.com
১৬. Hiretheworld.com
১৭. Ifreelance.com
১৮. Jobbi.com
১৯. Solutioninn.com
২০. vWorker.com
উল্লেখিত ফ্রীলান্সিং মার্কেটপ্লেস গুলোতে যে কেউ কাজ করতে পারেন। পেমেন্ট নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তবে উপরে উল্লেখিত ৫ টি কথা অবশ্যই মনে রাখবেন।
সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য দিন অন্য কোনো topics নিয়ে।
----------------------------------------------------------------
No comments:
Post a Comment