বাংলাদেশ এখন তথ্য প্রযুক্তি তে আরো উন্নত এবং আরো সমৃদ্ধ। এখন বাংলাদেশ এ আউটসোর্সিং এবং ফ্রীলান্সিং অনেক পরিচিত নাম। কিন্তু এখনো অনেকেই ফ্রীলান্সিং সম্পর্কে সম্পূর্ণভাবে জানেন না। যার কারণে তারা ফ্রীলান্সিং এ আসতে পারছে না। অন্য দিকে অনেকে ঠিক মত না বুঝে বা সঠিক তথ্য না জেনে ফ্রিল্যান্স আউটসোর্সিং করতে গিয়ে অনেক ক্ষতির মুখে পড়তে হয়ছে বা সফল হতে পারে নি।
তাই নতুনদের এই বিষয় এ দিক নির্দেশনা দেওয়ার জন্য ডেভসটিম ইনস্টিটিউট নামের একটি প্রতিষ্ঠান ‘ফ্রিল্যান্স ক্যারিয়ার’ নামে একটি ফ্রিল্যান্স বই প্রকাশ করেছে। সাধারণ মানুষের প্রচুর আগ্রহ থাকায় বইটির ই-বুক সংস্করণ উন্মুক্ত করা হয়েছে ।
সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত "ডিজিটাল ওয়ার্ল্ড" এ বইটির মোড়ক উন্মোচন করা হয় এবং আগ্রহীদেরকে বইটি বিনামূল্যে বিতরণ করা হয়। এ সম্পর্কে আল-আমিন কবির জানান, "ফ্রিল্যান্স আউটসোর্সিং নিয়ে সচেতনতা তৈরি এবং নতুনদের এক্ষেত্রে ক্যারিয়ার গাইডলাইন দেয়ার লক্ষ্য নিয়ে আমরা ‘ফ্রিল্যান্স ক্যারিয়ার’ নামের এ ফ্রিল্যান্সিং রিসোর্স বইটি বের করেছিলাম। ইতিমধ্যে বইটির প্রিন্ট সংস্করণ শেষ হয়ে গেছে। সাধারণ মানুষের প্রচুর আগ্রহ থাকায় বইটির ই-বুক সংস্করণ উন্মুক্ত করা হয়েছে।"
ডাউনলোড লিংক : http://bit.ly/freelancecareer
========================