Blogroll

                            আউটসোর্সিং হেল্প ব্লগ এ আপনাকে স্বাগতম

কাজের সন্ধানে একধাপ এগিয়ে যান আমার সাথে

Friday, November 21, 2014


অনেকে বলে আউটসোর্সিং Course করে কাজ পাচ্ছেন না বা ভালো পেমেন্ট এর কাজ পাচ্ছেন না। তাদের কে বলব একটু ধৈর্য ধরে লেগে থাকুন।  কাজ অবশ্যই পাবেন। মার্কেটপ্লেস গুলোতে কাজের অভাব নেই।  হাজার হাজার কাজ অপেক্ষা করতেছে আপনার জন্য। কিন্তু আপনিই নেই। এমন হলে কাজ পাবেন কিভাবে বলুন?

অনেকে আবার অনলাইন এ আশা অফ করে দেন। কি করবেন আর, কাজ যদি না পাওয়া যায় তাহলে অনলাইন এ বসে থেকে কি লাভ?

আজ আপনাদের জন্য কিছু ক্যাটাগরি এর কাজ নিয়ে কথা বলব, যেগুলোর প্রচুর কাজ পাওয়া যায় এবং তুলনামূলক সহজ।

তো আর দেরি কেন, চলুন সুরু করা যাক আজকের আলোচনা

১. প্রথমে বলব সোশ্যাল মিডিয়া এর কথা। যেমন facebook, twitter, google plus etc. সোশ্যাল মিডিয়া এর অনেক কাজ পাওয়া যায়।  যেমন পেজ ক্রিয়েশন এন্ড ম্যানেজমেন্ট, গ্রুপ ম্যানেজমেন্ট, ফেইসবুক পেইড add ক্যাম্পেইন etc.
এসব কাজ খুব সহজ। আপনি অবস্যই পারবেন।  মনে রাখবেন, আপনাকে  ফেইসবুক use করা কেউ শিখায় নাই। আর সোশ্যাল মিডিয়ার কাজ গুলো ও কেউ শিখাতে হবে না আশা করি। একটু ঘাটাঘাটি করলেই পারবেন।

২. ফটোশপ এর কিছু কাজ আছে যেগুলা যে কেউ ইচ্ছা করলেই করতে পারে। যেমন কার্ড ডিসাইন, সিম্পল ফটো এডিটিং ইত্যাদি। এসব কাজ একধম সহজ।  একটু প্রাকটিস করলে আপনিও পারবেন। সুধু প্রয়োজন একটু প্রাকটিস। প্রাকটিস এর জন্য কিছু না পেলে youtube এ সার্চ দেন। চোখের পলকে হাজার  হাজার টিউটোরিয়াল আপনার সামনে হাজির হয় যাবে। এখন সুধু আপনার পালা। দেখে দেখে প্রাকটিস করেন ৪-৫ দিন। বেস হয়ে যাবেন এক্সপার্ট। হুরেই......

৩. একটু কষ্ট করলে হয়ত বেনার ডিসাইন ও করে পেলতে পারবেন। সময় বেশি দিন লাগবে না। সময় নিয়ে ১ সপ্তাহ একটু ভালো করে দেখুন। আশা করি হয়ে যাবে। তার সাতে ফটোশপ এর আরো কিছু খুটি নাটি কাজ ও আছে। একটু দেখলেই পারবেন।



৪. রিসার্চ এবং ডাটা এন্ট্রি। এই কাজ গুলোর কথা কাউকে বলতে হয় না। যদিও এগুলো আউটসোর্সিং কুর্স এর বিষয় না। তবুও এই কাতেগরী এর অনেক কাজ পাওয়া যায় মার্ক্তপ্লাস এ। এবং যারা কম্পিউটার বেবহার করতে জানেন তারা সবাই এই কাজ গুলো পারেন। যদিও কাজ গুলোর পেমেন্ট কম হয় থাকে, তবুও বেশ ভালো টাকা আয় করা যায় এগুলোর মাধ্যমে।

৫. ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর কথা সবাই জানেনে। যারা SEO তে কাজ করেন তারা এই বেপার টা একটু বেশি জানেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর কাজ তেমন কঠিন হয় না। এই ধরুন ক্লায়েন্ট এর মেইল হ্যান্ডলিং, এপয়েন্টমেন্ট সেটিং এর মত সহজ কাজ। একটু চেস্টা করে দেখুন।



=============================================================
আশা করি পোস্ট টি আপনার কাজে লাগবে। আপনার জন্যই তো এত কষ্ট করে লিখলাম। ভালো থাকবেন সবাই। কথা হবে অন্য কোনো টপিকস নিয়ে, অন্য কোনো পোস্ট এ। 

ধন্যবাদ সবাইকে।  
=============================================================
Read more ...