Blogroll

                            আউটসোর্সিং হেল্প ব্লগ এ আপনাকে স্বাগতম

সোশ্যাল বুকমার্কিং কি এবং এর সুবিধা সমূহ কি কি? সাথে ৫০ টি সাইট লিস্ট

Sunday, August 2, 2015

 

 

সোশ্যাল বুকমার্কিং কি?

সোশ্যাল বুকমার্কিং এর গুরুত্ব ওয়েব মাস্টাররা সবাই জানেন, সাইটের seo করতে এর বিকল্প নেই। সোশ্যাল বুকমার্কিং হচ্ছে মূলতঃ ভার্চুয়াল লিংক ডায়েরী। সাধারণতঃ আমরা যখন কোন গুরুত্বপূর্ণ ওয়েবসাইট বা ওয়েবলিংক খুজে পাই তখন সেটা ব্রাওজারে সেইভ করে বা বুকমার্ক করে রাখি। ঠিক একই কাজ আমরা সোশ্যাল বুকমার্কিং সাইটেও করতে পারি। তবে এক্ষেত্রে সুবিধা হচ্ছে লিংকটি আমরা যে কোন যায়গা থেকেই প্রবেশ করতে পারি এবং খুব সহজেই বন্ধুদের সাথেও শেয়ার করতে পারি।
আর তাই সোশ্যাল বুকমার্কিং সাইটের ঠিকানাও জানা দরকার। ওয়েব মাস্টার দের কথা মনে রেখেই আমার এই টিউন। এখানে 50 -রও বেশি সোশ্যাল বুকমার্কিং সাইটের ঠিকানা দেয়া আছে। আশা করি কাজে আসবে সবার।
লিংক সংরক্ষণ ও শেয়ারের ধরণ অনুযায়ী সোশ্যাল বুকমার্কিং তিন প্রকারের হয়ে থাকে।
  • ১। Private Social Bookmarking Site – এই ধরণের সোশ্যাল বুকমার্কিং সাইটে সংরক্ষিত লিংকগুলো যিনি সংরক্ষণ করেছেনে শুধুমাত্র তিনি দেখতে পারেন। সাধারনত Google Bookmarks এই ধরনের সেবা দিয়ে থাকে।
  • ২। Open Social Bookmarking Site এই ধরণের সোশ্যাল বুকমার্কিং সাইটে শেয়ার করা লিংক গুলো সবার জন্যই উন্মুক্ত থাকে। ফলে যে কেওই অন্যদের শেয়ার করা লিংক থেকে উপকৃত হতে পারেন। Digg হচ্ছে এই ধরণের সোশ্যাল বুকমার্কিং সাইটের সব চেয়ে বড় উদাহরণ।

সোশ্যাল বুকমার্কিং এর সুবিধা সমূহ কি কি?

বর্তমানে সোশ্যাল বুকমার্কিং সাইটগুলো শুধুমাত্র বুকমার্কিং এর মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এতে যুক্ত হয়েছে সামাজিক যোগাযোগের নানা সেবা। এছাড়া সার্চ ইঞ্জিনগুলো তাদের ফলাফল প্রদর্শনের ক্ষেত্রে সোশ্যাল বুকমার্কিং এর বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। নিন্মে সোশ্যাল বুকমার্কিং এর প্রধান প্রধান সুবিধাগুলো তুলে ধরা হল-
  •  খুব সহজেই যেকোন ধরনের লিংক শেয়ার ও সংরক্ষণ করা যায়।
  • প্রযোজনীয় লিংকগুলো অত্যন্ত সুন্দরভাবে ব্যাবস্থাপনা করা বা সাজিয়ে গুছিয়ে রাখা যায়।
  • “DoFollow Backling” পাওয়া যায়।
  • মানসম্পন্ন ভিজিটর পাওয়া যায়।
  • অন্য সদস্যদের সাথে বার্তা আদান প্রদান বা যোগাযোগ করা যায়।
  • গ্রুপ গঠন যায় এবং যেকোন গ্রুপে যোগদান করা যায়।
  • সোশ্যাল শেয়ারিং বাটন এর মাধ্যমে যে কোন সাইট থেকেই খুব সহজেই লিংক বুকমার্কিং করা যার।
  • অন্যদের শেয়ার করা লিংক থেকে খুব সহজেই নিজের প্রয়োজনীয় তথ্য খুজে পাওয়া যায়।
  • যেকোন লিংকের মানদন্ড বিচার করা যায় এবং অতিরিক্ত তথ্য ও টিউমেন্ট যোগ করা যায়।

50 Social Bookmark Site List

FreeSubmition.Com
FreeBacklinksiteList.Com
FreeBacklinkCreate.Com
CreateFreeBacklink.Com
MakeFreeBacklink.Com
BookmarkWebsiteList.Com
SocialBookmarkWeb.Com
FreeLinkSubmition.Com
Web2Backlink.Com
MakeBacklink.Com
FreeBookmarkWeb.Com
BookmarkSiteList.Com
FreeBookmarkk.Com
aFreeBookmark.Com
BookmarkLtd.Com
BestFreeBookmark.Com
BOOKMARK2SEO.COM
BACKLINKMAKE.COM
GoogleFreeBookmark.Com
QuickBookmark.Com
MakeaBookmark.Com
MySEObookmark.Com
HqBookmark.Com
MasterBookmark.Com
TopSeoLtd.Com
TopSEOInc.Com
BacklinkLtd.Com
WikipediaBookmark.Com
BookmarkHQ.Com
BookmarkCreate.Com
PeopleBookmark.Com
PostBookmark.Com
BookmarkCare.Com
LivePublicBookmark.Com
SEOLinkWeb.Com
InstaBookmark.Com
99Bookmark.Com
aPublicBookmark.Com
BacklinkHome.Com
SEObacklinkHome.Com
Free-Bookmark.Com
BookmarkDot.Com
BookmarkTech.Com
OnlineBookmarkWeb.Com
Global-Bookmark.Com
GeneralBookmark.Com
SocialBookmarkLab.Com
SocialBookmarkPlus.Com
VipSocialBookmark.Com
OwnBookmark.Com
Read more ...

যে ভুলের কারণে পিছিয়ে পড়তে হয় ফ্রিল্যান্সারদের. . .

Tuesday, March 10, 2015


আউটসোর্সিং কাজে যে ভুলের কারণে পিছিয়ে পড়তে হয় ফ্রিল্যান্সারদের :


আউটসোর্সিং কাজের প্রতি আগ্রহ বাড়ছে অনেকের। বিশেষ করে তরুনদের কাছে বেশি 
আকর্ষণীয় পেশা হয়ে উঠছে এটি। নতুন উদ্যোগ তৈরিতেও ভূমিকা রাখছে অনলাইননির্ভর 
বৈচিত্রময় এ কাজের ক্ষেত্র।
কাজের স্বাধীনতা, নির্দিষ্ট সময়ে অফিস করার ঝামেলা থেকে মুক্তি, নিজের মতো কাজের 
সুবিধার কারণে অনেকেই আউটসোর্সিংকে স্থায়ী পেশা হিসাবে নিচ্ছেন। অনলাইন 
পেশাজীবীদের কাজের ক্ষেত্র হয়ে উঠছে এটি।
তবে আউটসোর্সিং কাজের ক্ষেত্রে কিছু ভুলের কারণে পিছিয়ে পড়তে হয় ফ্রিল্যান্সারদের। যা 
এড়িয়ে যেতে পারলে কাজটা অনেক সহজ হয়। এই লেখাই আউটসোর্সিং কাজের ভুলগুলো 
তুলে ধরা হলো।

কম রেটে কাজ করা:
নতুন ফ্রিল্যান্সাররা কাজের জন্য মরিয়া হয়ে থাকেন। তাই রেট সম্পর্কে কোনো ধারণা 
রাখেন না। তাই একটি ৫০ ডলারের কাজ মাত্র ৫-১০ ডলারে করতেও রাজি হয়ে যান 
অনেকে। এতে করে কাজের মান সম্পর্কে ক্লায়েন্টের মনে বিরূপ ধারণা তৈরি হতে পারে। 
ফলে নতুন কাজ পাওয়ার সম্ভবনা কমে যায়।

দক্ষতা অনুযায়ী কাজ না করা:
আউটসোর্সিং কাজের ক্ষেত্রে নিজের দক্ষতা অনুসারে যে কাজটি সবচেয়ে উপযুক্ত সেটি 
করা উচিত। কাজটি কেমন তা যেমন জানতে হবে, তেমনি এটি আপনার দ্বারা করা সম্ভব 
হবে কিনা তা নিশ্চিত হতে হবে। যদি কাজটি সম্পর্কে দুর্বলতা থাকে তাহলে কাজ না 
নেওয়াই উচিত।

ক্লায়েন্ট সম্পর্কে খোঁজ খবর না নেওয়া:
যে কোনো কাজ শুরুর আগে ক্লায়েন্ট সম্পর্কে খোঁজখবর করে জেনে নিতে হবে। মোট কথা 
যে কোনো কাজ পেলেই শুরু করা যাবে না। ক্লায়েন্টের আগের কাজের তালিকা চেক করে 
দেখতে হবে। তিনি ঠিকভাবে টাকা পরিশোধ করেছেন কিনা তাও নিশ্চিত হয়ে নিতে হবে। 
হতাশ হওয়া অন্য যে কোনো কাজের মতো ফ্রিল্যান্সিং পেশায় বছরের পর বছর ধরে দক্ষতার 
উন্নয়ন করে যেতে হয়। সফলতার জন্য অনেক কাজ শিখতে হয়। শুরুর দিকে অনেক 
বাধাবিপত্তি আসে, অনেক সময় এসব ছেড়ে নতুন কিছু করতে ইচ্ছা করে। এত সহজে হার 
মানা যাবে না।

কাজের পর যোগাযোগ না করা:
কাজ শেষ হওয়ার পর ক্লায়েন্টের সাথে যোগাযোগ রাখেন না অনেক ফ্রিল্যান্সার। পুরানো 
ক্লায়েন্ট নতুন কাজে বড় সোর্স হতে পারেন। তাই কাজ শেষ হয়ে গেলেও যোগাযোগ বিচ্ছিন্ন 
করা বুদ্ধিমানের কাজ হবে না। মাঝে মাঝে পুরনো ক্লায়েন্টদের সঙ্গে কথা বলে কাজের কথা 
মনে করিয়ে দিতে হবে। তাঁর কাছে কাজ না থাকলেও আপনার সঙ্গে যোগাযোগের সম্ভাব্য 
সব রাস্তা তাঁকে জানিয়ে রাখা উচিত।

জীবনের অন্য দিক ভুলে যাওয়া:
আউটসোর্সিং কাজগুলো বেশিরভাগ সময় রাতে করতে হয়। তাই ফ্রিল্যান্সারদের রাত 
জাগতে হয়। নিয়মিত আয় আসতে থাকলে অনেকে কাজে এত মগ্ন হয়ে পড়েন যে পরিবার 
ও প্রিয়জনদের কথা ভুলে যান। এতে প্রিয়জন কিংবা পরিবারের সদস্যের সাথে ভুল 
বোঝাবোঝি হতে পারে। ফলে মানসিকভাবে সমস্যা হতে পারে। যা কাজের জন্য ক্ষতিকর। 
তাই জীবনের সঙ্গে জড়িত মানুষটিকে ভুলে যাওয়া চলবে না।



Read more ...

কাজের সন্ধানে একধাপ এগিয়ে যান আমার সাথে

Friday, November 21, 2014


অনেকে বলে আউটসোর্সিং Course করে কাজ পাচ্ছেন না বা ভালো পেমেন্ট এর কাজ পাচ্ছেন না। তাদের কে বলব একটু ধৈর্য ধরে লেগে থাকুন।  কাজ অবশ্যই পাবেন। মার্কেটপ্লেস গুলোতে কাজের অভাব নেই।  হাজার হাজার কাজ অপেক্ষা করতেছে আপনার জন্য। কিন্তু আপনিই নেই। এমন হলে কাজ পাবেন কিভাবে বলুন?

অনেকে আবার অনলাইন এ আশা অফ করে দেন। কি করবেন আর, কাজ যদি না পাওয়া যায় তাহলে অনলাইন এ বসে থেকে কি লাভ?

আজ আপনাদের জন্য কিছু ক্যাটাগরি এর কাজ নিয়ে কথা বলব, যেগুলোর প্রচুর কাজ পাওয়া যায় এবং তুলনামূলক সহজ।

তো আর দেরি কেন, চলুন সুরু করা যাক আজকের আলোচনা

১. প্রথমে বলব সোশ্যাল মিডিয়া এর কথা। যেমন facebook, twitter, google plus etc. সোশ্যাল মিডিয়া এর অনেক কাজ পাওয়া যায়।  যেমন পেজ ক্রিয়েশন এন্ড ম্যানেজমেন্ট, গ্রুপ ম্যানেজমেন্ট, ফেইসবুক পেইড add ক্যাম্পেইন etc.
এসব কাজ খুব সহজ। আপনি অবস্যই পারবেন।  মনে রাখবেন, আপনাকে  ফেইসবুক use করা কেউ শিখায় নাই। আর সোশ্যাল মিডিয়ার কাজ গুলো ও কেউ শিখাতে হবে না আশা করি। একটু ঘাটাঘাটি করলেই পারবেন।

২. ফটোশপ এর কিছু কাজ আছে যেগুলা যে কেউ ইচ্ছা করলেই করতে পারে। যেমন কার্ড ডিসাইন, সিম্পল ফটো এডিটিং ইত্যাদি। এসব কাজ একধম সহজ।  একটু প্রাকটিস করলে আপনিও পারবেন। সুধু প্রয়োজন একটু প্রাকটিস। প্রাকটিস এর জন্য কিছু না পেলে youtube এ সার্চ দেন। চোখের পলকে হাজার  হাজার টিউটোরিয়াল আপনার সামনে হাজির হয় যাবে। এখন সুধু আপনার পালা। দেখে দেখে প্রাকটিস করেন ৪-৫ দিন। বেস হয়ে যাবেন এক্সপার্ট। হুরেই......

৩. একটু কষ্ট করলে হয়ত বেনার ডিসাইন ও করে পেলতে পারবেন। সময় বেশি দিন লাগবে না। সময় নিয়ে ১ সপ্তাহ একটু ভালো করে দেখুন। আশা করি হয়ে যাবে। তার সাতে ফটোশপ এর আরো কিছু খুটি নাটি কাজ ও আছে। একটু দেখলেই পারবেন।



৪. রিসার্চ এবং ডাটা এন্ট্রি। এই কাজ গুলোর কথা কাউকে বলতে হয় না। যদিও এগুলো আউটসোর্সিং কুর্স এর বিষয় না। তবুও এই কাতেগরী এর অনেক কাজ পাওয়া যায় মার্ক্তপ্লাস এ। এবং যারা কম্পিউটার বেবহার করতে জানেন তারা সবাই এই কাজ গুলো পারেন। যদিও কাজ গুলোর পেমেন্ট কম হয় থাকে, তবুও বেশ ভালো টাকা আয় করা যায় এগুলোর মাধ্যমে।

৫. ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর কথা সবাই জানেনে। যারা SEO তে কাজ করেন তারা এই বেপার টা একটু বেশি জানেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর কাজ তেমন কঠিন হয় না। এই ধরুন ক্লায়েন্ট এর মেইল হ্যান্ডলিং, এপয়েন্টমেন্ট সেটিং এর মত সহজ কাজ। একটু চেস্টা করে দেখুন।



=============================================================
আশা করি পোস্ট টি আপনার কাজে লাগবে। আপনার জন্যই তো এত কষ্ট করে লিখলাম। ভালো থাকবেন সবাই। কথা হবে অন্য কোনো টপিকস নিয়ে, অন্য কোনো পোস্ট এ। 

ধন্যবাদ সবাইকে।  
=============================================================
Read more ...

ডাউনলোড করুন ফ্রিল্যান্স ক্যারিয়ার ই-বুক

Sunday, October 19, 2014

freelancing

বাংলাদেশ এখন তথ্য প্রযুক্তি তে আরো উন্নত এবং আরো সমৃদ্ধ।  এখন বাংলাদেশ এ আউটসোর্সিং এবং ফ্রীলান্সিং অনেক পরিচিত নাম। কিন্তু এখনো অনেকেই ফ্রীলান্সিং সম্পর্কে সম্পূর্ণভাবে  জানেন না। যার কারণে তারা ফ্রীলান্সিং এ আসতে পারছে না। অন্য দিকে অনেকে ঠিক মত না বুঝে বা সঠিক তথ্য না জেনে ফ্রিল্যান্স আউটসোর্সিং করতে গিয়ে অনেক ক্ষতির মুখে পড়তে হয়ছে বা সফল হতে পারে নি।

তাই নতুনদের এই বিষয় এ দিক নির্দেশনা দেওয়ার জন্য  ডেভসটিম ইনস্টিটিউট নামের একটি প্রতিষ্ঠান ‘ফ্রিল্যান্স ক্যারিয়ার’ নামে একটি ফ্রিল্যান্স বই প্রকাশ করেছে। সাধারণ মানুষের প্রচুর আগ্রহ থাকায় বইটির ই-বুক সংস্করণ উন্মুক্ত করা হয়েছে ।





freelancing career

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত "ডিজিটাল ওয়ার্ল্ড" এ বইটির মোড়ক উন্মোচন করা হয় এবং আগ্রহীদেরকে বইটি বিনামূল্যে বিতরণ করা হয়।   এ সম্পর্কে আল-আমিন কবির জানান, "ফ্রিল্যান্স আউটসোর্সিং নিয়ে সচেতনতা তৈরি এবং নতুনদের এক্ষেত্রে ক্যারিয়ার গাইডলাইন দেয়ার লক্ষ্য নিয়ে আমরা ‘ফ্রিল্যান্স ক্যারিয়ার’ নামের এ ফ্রিল্যান্সিং রিসোর্স বইটি বের করেছিলাম। ইতিমধ্যে বইটির প্রিন্ট সংস্করণ শেষ হয়ে গেছে। সাধারণ মানুষের প্রচুর আগ্রহ থাকায় বইটির ই-বুক সংস্করণ উন্মুক্ত করা হয়েছে।"


ডাউনলোড লিংক : http://bit.ly/freelancecareer


========================




Read more ...

৩০ টি US ক্লাসিফাইড সাইট

Sunday, October 19, 2014


আশা করি সবাই ভালো আছেন। আজ  অনলাইন মার্কেটেরদের জন্য  জনপ্রিয় ৩০ টি US ক্লাসিফাইড সাইট লিস্ট নিয়ে এলাম।  যারা অনলাইন মার্কেটিং এর সাথে জড়িত তাদের জন্য অনেক সহায়ক হবে। এর বাহিরে কোনো US ক্লাসিফাইড সাইট জানা থাকলে অবস্যই কমেন্ট এ জানাবেন. আমি পোস্ট এ add করে দিব।

SL. No.

Classified site URL

Page Rank

1http://www.craigslist.org7
2http://ebayclassifieds.com6
3http://www.backpage.com6
4http://www.oodle.com6
5http://www.hoobly.com6
6http://www.olx.com5
7http://www.vast.com5
8http://www.domesticsale.com-
9http://www.recycler.com5
10http://geebo.com5
11http://www.sell.com4
12http://www.adlandpro.com4
13http://geebo.com5
14http://www.ocala4sale.com4
15http://www.adpost.com4
16http://www.classifiedads.com4
17http://www.uscity.net4
18http://www.house.info4
19http://www.kugli.com4
20http://sg.88db.com4
21http://www.adoos.us4
22http://www.locanto.com4
23http://www.finditclassifieds.com3
24http://www.traderonline.com3
25http://www.ablewise.com3
26http://www.freeadlists.com3
27http://www.ziply.com3
28http://www.whynotad.com3
29http://www.buysellcommunity.com3
30http://www.inetgiant.com3


-------------------------------------------------------------------------------

To see in English, Please click here

-------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------




Read more ...